Top Newsআন্তর্জাতিক

চলে গেলেন ফ্যাশনের দুনিয়ায় নক্ষত্র কিংবদন্তি আরমানি

মোহনা অনলাইন

ইতালীয় কিংবদন্তি ডিজাইনার জর্জিও আরমানি, যিনি স্বল্প সৌন্দর্যের ধারণাকে (minimalist elegance) কোটি কোটি ডলারের সাম্রাজ্যে রূপান্তরিত করেছিলেন, আজ না ফেরার দেশে। বয়স হয়েছিল ৯১। তাঁর ফ্যাশন হাউস জানিয়েছে, আরমানি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্ব ফ্যাশন জগতের অন্যতম সেরা নাম আরমানি সম্প্রতি ২০২৫ সালের জুনে বসন্ত-গ্রীষ্ম ২০২৬ পুরুষদের পোশাকের প্রিভিউ মিস করেছিলেন, কারণ তিনি একটি অজ্ঞাত অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠছিলেন। মিলান ফ্যাশন উইকের চলতি আসরে তাঁর ৫০ বছরের ফ্যাশন হাউসের যাত্রা উদযাপনের একটি বিশাল আয়োজন করার পরিকল্পনা ছিল।

তার সংস্থা জানিয়েছে, সোমবার ব্যক্তিগতভাবে তার শেষকৃত্য হবে। তবে মিলানে শনিবার ও রোববার মেমোরিয়াল চেম্বার খোলা থাকবে, যেখানে শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানাতে পারবেন।

কোম্পানি মৃত্যুর কারণ জানায়নি, তবে আরমানি বছরের শুরুতে অজ্ঞাতস্বাস্থ্য সমস্যার কারণে কিছু শো মিস করেছিলেন।সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘কর্মী ও সহযোগীরা যাকে সবসময় শ্রদ্ধাভরে ‘ইল সিগনর আরমানি ডাকতেন, তিনি শান্তিপূর্ণভাবে প্রিয়জন-পরিবেষ্টিত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ দিন পর্যন্ত তিনি নিরলস পরিশ্রমী ছিলেন এবং বহু চলমান ও ভবিষ্যৎ প্রকল্পের দিকে নজর রেখেছেন।’

হলিউড তারকারাও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন: জুলিয়া রবার্টস বলেন, ‘একজন সত্যিকারের বন্ধু, এক কিংবদন্তি’; অ্যান হ্যাথাওয়ে আরমানিকে ‘ইতালিয়ান ফ্যাশনের অন্যতম সম্রাট; বলে উল্লেখ করেছেন; ক্লাউডিয়া কার্ডিনালে বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে।’

যুক্তরাষ্ট্রের অভিনেতা রাসেল ক্রো ১৯৯৭ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে তার প্রথম আরমানি স্যুট কেনার গল্প শেয়ার করে স্মৃতিচারণা করেছেন।

ফ্যাশন জগতও তার একজন সর্বাধিক পরিচিত মুখকে হারিয়েছে। ফরাসি লাক্সারি গ্রুপ এলভিএমএইচ-এর প্রধান বার্নার্ড আর্নল্ট বলেন, আরমানি ‘ইতালিয়ান মার্জিত রুচির বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও মান নিয়ে এসেছেন।’

তিনি বলেন, ‘তিনি একটি অনন্য শৈলী তৈরি করেছিলেন, যা আলো-ছায়া দ্বারা গঠিত, এবং সেটিকে একটি উদ্যোক্তা অভিযানে রূপান্তরিত করেছেন যা সফলতায় পরিপূর্ণ।’

ইতালিয়ান এই ফ্যাশন আইকনকে রেড-কার্পেট ফ্যাশনের উদ্ভাবক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তবে তিনি যুবক বাজারের জন্য কম দামের ‘এম্পোরিও আরমানি’ লাইনও চালু করেন এবং লাক্সারি হোটেলও খুলেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button