বিনোদন

শবনম ফারিয়াকে পঞ্চগড়ে স্বাগত জানালেন সারজিস

মোহনা অনলাইন

শবনম ফারিয়া অভিনয় দক্ষতায় সবসময় নিজেকে মেলে ধরেছেন ছোটপর্দা থেকে বড়পর্দায়। এবার ভ্রমণের পরিকল্পনায় উঠে এলেন আলোচনায়। রাজনীতি, আন্দোলন ও সামাজিক ইস্যুতে নিয়মিত মত প্রকাশ করলেও এবার তিনি ফেসবুকে জানতে চাইলেন পঞ্চগড় ও কাঞ্চনজঙ্ঘা ঘিরে থাকার মতো ভালো রিসোর্ট বা হোম স্টের তথ্য।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজ ব্যক্তিগত একটি পোস্ট দিয়েছেন শবনম ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘পঞ্চগড় কিংবা তেঁতুলিয়া (কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এমন) আশপাশে ফ‍্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট বা হোটেল কিংবা হোম স্টে’র মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’

তার এই পোস্টে অসংখ্য মন্তব্য আসে। ভ্রমণপ্রেমীরা যেমন পরামর্শ দেন, তেমনি মন্তব্য করেন পরিচিতজনরাও। মন্তব্যকারীদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও।

তিনি ফারিয়াকে পরামর্শ দিয়ে লেখেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলকভাবে ভালো। তাছাড়া কয়েকটি এনজিওর রিসোর্টও আছে।” সাথে সাথে ফারিয়াকে পঞ্চগড়ে স্বাগত জানাতেও ভুলেননি তিনি।

এ নেতা শবনম ফারিয়ার পোস্টে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে। কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্ট আছে। পঞ্চগড়ে স্বাগতম। আর তার মন্তব্যের জবাবে অভিনেত্রী কৃতজ্ঞতা জানাতে একদমই ভুলেননি। পাল্টা জবাবে লিখেছেন, ‘ধন্যবাদ সারজিস।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button