বয়সের সেঞ্চুরি পার করেছেন অনেক আগেই। কিন্তু এবার জীবনের এই পড়ন্ত বিকেলে এক বিরল ও অলৌকিক ঘটনার সাক্ষী হলেন ভারতের কোচবিহারের নৃপেন্দ্র বর্মণ। ১০২ বছর বয়সী এই বৃদ্ধের মুখে নতুন করে ‘দুধের দাঁত’ গজিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই তার গ্রামের মানুষজনের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে, এবং আয়োজন করা হয়েছে মহাভোজের।
ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহারের বড় হলদিবাড়ি গ্রামের বাসিন্দা নৃপেন্দ্র বর্মণ। তিনি গ্রামের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি হিসেবে পরিচিত। তার ভোটার কার্ড অনুযায়ী বয়স ১০২ বছর হলেও, তিনি নিজে দাবি করেন তার বয়স ১১৩। সম্প্রতি তার নাতি-নাতনিরা লক্ষ্য করেন, ক্ষয়ে যাওয়া ও পড়ে যাওয়া দাঁতের জায়গায় মুখের মাড়ি ফুঁড়ে নতুন, ধবধবে সাদা তিনটি দাঁত বের হচ্ছে।
ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহারের বড় হলদিবাড়ি গ্রামের বাসিন্দা নৃপেন্দ্র বর্মণ। তিনি গ্রামের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি হিসেবে পরিচিত। তার ভোটার কার্ড অনুযায়ী বয়স ১০২ বছর হলেও, তিনি নিজে দাবি করেন তার বয়স ১১৩। সম্প্রতি তার নাতি-নাতনিরা লক্ষ্য করেন, ক্ষয়ে যাওয়া ও পড়ে যাওয়া দাঁতের জায়গায় মুখের মাড়ি ফুঁড়ে নতুন, ধবধবে সাদা তিনটি দাঁত বের হচ্ছে।



