Top Newsআন্তর্জাতিক

‘ট্রাম্পকে বিদায় করো’— প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি

মোহনা অনলাইন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানান।

টিআরটি ওয়ার্ল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, ‘উই আর অল ডিসি’ শীর্ষক এই বিক্ষোভে অবৈধ অভিবাসী এবং ফিলিস্তিনের সমর্থকেরা অংশ নেন। তারা বিভিন্ন পোস্টার হাতে নিয়ে ট্রাম্পের সমালোচনা করেন, যেখানে লেখা ছিল: “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো” এবং “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে”। বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন, তিনি “ডিসি দখলদারিত্বের” প্রতিবাদ করতে এসেছেন এবং ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাস্তা থেকে সরাতে চান।

ট্রাম্প দাবি করেন যে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য তিনি ন্যাশনাল গার্ড ও ফেডারেল বাহিনী মোতায়েন করেছেন, যাতে “আইন, শৃঙ্খলা ও জননিরাপত্তা” পুনঃপ্রতিষ্ঠিত হয়। তবে বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল। সমালোচকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ ফেডারেল ক্ষমতার অপব্যবহার।

বর্তমানে ওয়াশিংটনে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য টহল দিচ্ছে। তাদের দায়িত্ব ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে ট্রাম্প শিকাগোসহ অন্যান্য শহরেও দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার জানিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই শিকাগোতে আইসিই এজেন্ট এবং সামরিক যান পাঠিয়েছে। একজন প্রতিবাদকারী কেসি মন্তব্য করেন, “ডিসিতে যা করছে, অন্য একনায়কতান্ত্রিক সরকারগুলোও তাই করে। এখন যদি মানুষ সহ্য করে, তবে তারা ধীরে ধীরে অন্য জায়গায়ও একই কাজ করবে। তাই দেরি হওয়ার আগেই থামাতে হবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button