Top Newsশিক্ষা

দেশের ১৫০ উপজেলায় স্কুলে মিড ডে মিল চালু হচ্ছে অক্টোবরে

মোহনা অনলাইন

আগামী অক্টোবর মাস থেকে দেশের ১৫০টি উপজেলার  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ‘মিড ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার বর্তমান লক্ষ্যই হলো শিশুকে সাক্ষর করে তোলা। প্রকৃত সাক্ষর না হয়ে শিক্ষার্থীরা হাইস্কুলে যাওয়ায়, তাদের শিক্ষার মাঝে একটি বড় গ্যাপ থেকে যাচ্ছে।’

গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ। বাকি ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর। তবে, সত্যিকার অর্থে সাক্ষরতার হার আরো কম হতে পারে। আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার চেপে রেখেছে। স্কুলে স্কুলে ভিজিট করে দেখা গেছে, প্রকৃত স্বাক্ষর নয় অনেক শিক্ষার্থী রয়েছে।’
 

স্কুলে ছুটি কমিয়ে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটিগুলো কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।’
 
এছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের চেষ্টা চলছে বলেও জানান বিধান রঞ্জন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button