নির্মাতা আশফাক নিপুন বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। এবার নুরাল পাগলার লাশ পুড়িয়ে দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন এ নির্মাতা। শুধু বিবৃতি না দিয়ে ‘মব’ সামলানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন।
আশফাক নিপুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত। হে সরকার, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’ আশফাক নিপুনের পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী। তারাও বিষয়টি নিয়ে একমত প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দেহবাশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে, সেখানকার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইউএনওর গাড়ি, পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়।



