Top Newsরাজনীতি

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

মোহনা অনলাইন

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে হঠাৎ করেই হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নির্বাচন ঘিরে বর্তমানে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরমধ্যেই সোমবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলো।

রিট আবেদনে কী কারণ দেখানো হয়েছে কিংবা আদালত কবে শুনানির জন্য আবেদনটি গ্রহণ করবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রিট দায়েরের খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী ও সংগঠন আশঙ্কা করছেন, এ রিটের কারণে বহু প্রতীক্ষিত নির্বাচন আবার পিছিয়ে যেতে পারে।

এর আগে গত ১ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।পরবর্তীতে এ বিষয়ে শুনানির পর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button