Top Newsজাতীয়

সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহনা অনলাইন

দুর্গাপূজায় সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূজা ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণে থাকবে এবং পর্যাপ্ত আনসার মোতায়েন করা হবে। ঢাকায় শৃঙ্খলার সঙ্গে লাইন ধরে বিসর্জন দিতে হবে।

উপদেষ্টা আরও জানান, পূজা উপলক্ষে আশপাশের মেলায় মদ–গাজার আসর বসতে দেওয়া হবে না। এ বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে, আর অন্যান্য এলাকায় আনসার নিয়োজিত থাকবে।

এদিকে দুর্গাপূজা ঘিরে সন্ত্রাসী হামলাসহ যেকোনো নাশকতা প্রতিরোধে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করছে। এগুলোর মধ্যে রয়েছে—

  • পুলিশ, র‍্যাব ও আনসার-ভিডিপির টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি।

  • অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ গ্রহণ।

  • পূজামণ্ডপে সার্বক্ষণিক পাহারা ও সিসি ক্যামেরা স্থাপন।

  • সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড প্রতিরোধ।

  • স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন।

  • নারী দর্শনার্থীদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ ও ইভটিজিং প্রতিরোধে ব্যবস্থা।

  • আতশবাজি ও পটকা পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধকরণ।

  • প্রতিমা বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক যন্ত্র ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখা।

  • যাতায়াতের অনুপযোগী রাস্তা সাময়িকভাবে মেরামত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ের প্রশাসনকে এই নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button