নেপালে সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পযন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। আন্দোলন এখন রাজধানী কাঠমান্ডুর বাইরে অন্যান জেলাতেও ছড়িয়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। জন-উত্তেজনা ঠেকাতে তাই কাঠমান্ডু. ললিতপুর এবং ভক্তপুর— তিন জেলায় কারফিউ জারি করেছে সরকার।
গতকাল রাতে জারি করা হয়েছে কারফিউ। জেলা প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে।
উল্লেখ্য ফেসবুক, এক্স (সাবেক টুইটার) বা ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে সরকার যে পদক্ষেপ নিয়েছিল, তার বিরুদ্ধে জেন জি তরুণদের ডাকে সোমবার কাঠমান্ডুতে দেশটির পার্লামেন্টের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ পার্লামেন্টের সামনে জড়ো হলে পরিস্থিতি একটা পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।



