Top Newsজাতীয়

মোহনা অনলাইন

ডাকসুর মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি ফেসবুকে আরও লেখেন, এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক! ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়।
তিনি আরও লেখেন, যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা’। -ডাকসু নির্বাচন উপলক্ষ্যে লাইলাতুল ইলেকশনের জননী, ব‍্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-পিলখানা-জুলাই ম‍্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি খুনী হাসিনা যে কথা বলেনি।
ফুটনোটে তিনি লিখেছেন— “ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক।”
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button