Top Newsসংবাদ সারাদেশ

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ভাঙ্গায় ফের দুই মহাসড়ক অবরোধ

মোহনা অনলাইন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ঢাকা–ভাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

একইভাবে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় গাছের গুঁড়ি ফেলে ভাঙ্গা–খুলনা মহাসড়কও অবরোধ করা হয়। ফলে এ মহাসড়কেও চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও পুলিশ স্থানীয়দের শান্ত করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে এর আগে গত ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় দুই দফা সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। পরে সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ওই দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button