আন্তর্জাতিক

নেপালের কৃষিমন্ত্রীর পদত্যাগ

মোহনা অনলাইন

নেপালে চলমান বিক্ষোভের মুখে এবার পদত্যাগ করেছেন দেশটির কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। মঙ্গলবার কাঠমান্ডু পোস্ট-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে, সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

পদত্যাগপত্রে রামনাথ অধিকারী বলেছেন, রাষ্ট্র গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে স্বীকৃতি না দিয়ে দমন-পীড়ন, হত্যা এবং বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছে। তার মতে, এমন আচরণ দেশকে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদের দিকে ঠেলে দিয়েছে। তিনি আরও বলেন যে, সরকার কীভাবে এমন একটি প্রজন্মের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে যাদের সঙ্গে জাতি গঠনে সহযোগিতা করা উচিত, সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।

এদিকে, নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এই বিক্ষোভে ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছেন। থাপা বলেন, “নিরপরাধ যুবকদের অকারণে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এই দমন-পীড়নের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button