অভূতপূর্ব ও গুরুতর পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
দেশটির গণমাধ্যম জানায়, বিমানবন্দর এলাকার কোটেশ্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলীর কারণে মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। টিআইএ–এর মহাব্যবস্থাপক হংস রাজ পান্ডে বলেন, “বিমানবন্দর বন্ধ হয়নি, আমরাও সেটি বন্ধ করব না।”
তবে চলাচলে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে না পারায় বিমানগুলো উড়তে পারছে না। এ কারণে বুদ্ধ এয়ারসহ সব অভ্যন্তরীণ ফ্লাইটও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে।



