Top Newsসংবাদ সারাদেশ

ফরিদপুরে মহাসড়ক অবরোধে গিয়ে হিট স্ট্রোকে ‘আন্দোলনকারীর’ মৃত্যু

মোহনা অনলাইন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে স্থানান্তর করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদ করতে এসে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধের সময় প্রখর রোদের তাপে হিট স্ট্রোক করে তিনি মারা যান বলে এক বিএনপি নেতা দাবি করেছেন। তবে পুলিশ বলছে তিনি একজন মুদি ব্যবসায়ী। তিনি আন্দোলনকারী নন।

হাবিবুর রহমান হাবিব ভাঙ্গা বাজারের ব্যবসায়ী ও আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসড়কটি সবদিক দিয়ে আটকে ফেলায় চারদিকেই যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় আমাদের পুলিশের গাড়িও মুভ করতে ঝামেলা হচ্ছে। তবে শান্তিপূর্ণ অবরোধ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হাবিবুর রহমানের স্বজন আবু সাঈদ জানান, প্রচণ্ড গরমে হাবিব অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের উপজেলা হাসপাতালে নেয়া হয়। এ সময়  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button