Top Newsসংবাদ সারাদেশ

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় আজও সড়ক অবরোধ

মোহনা অনলাইন

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো দুটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ডে, এবং ঢাকা–খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নেন তারা। এতে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ অসংখ্য যানবাহন আটকে যায়। রোদ থেকে বাঁচতে মহাসড়কে সামিয়ানা টানিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

অবরোধকারীরা জানান, ভাঙ্গাকে বিভক্ত করার সিদ্ধান্ত কোনোভাবেই মানা হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক অচল রাখার হুঁশিয়ারিও দেন তারা।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, আগে ফরিদপুর-৪ আসনটি গঠিত ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে; আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে দেশের ৪৬টি আসনের সীমানা পরিবর্তন করা হয়। নতুন গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা অনেকটা অসহায়। দাবি পূরণ না হলে তারা সড়ক ছাড়বে না বলে জানিয়েছে। এখন এত মানুষকে কীভাবে নিয়ন্ত্রণ করব?”

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, “আন্দোলনকারীদের দাবি জাতীয় পর্যায়ের বিষয়। স্থানীয় প্রশাসনের পক্ষে এখানে কিছু করার সুযোগ নেই। এলাকাবাসীর দেওয়া স্মারকলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button