দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি সোনায় রেকর্ড বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে এই দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৮৫ হাজার ৯৪৮ টাকা। বর্তমানে এ দরে বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা।
এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা (বর্তমান ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা), ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা (বর্তমান ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা) এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা (বর্তমান ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা) হবে।
সে হিসেবে কাল থেকে ভরিপ্রতি ২২ ক্যারেটে ৩ হাজার ১৩৮ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৭৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২ হাজার ২০৪ টাকা করে দাম বাড়ছে।



