Top Newsশিক্ষা

ডাকসু ভিপি নির্বাচিত হয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম

মোহনা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বড় ব্যবধানে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। ১৪,০৪২ ভোট পেয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন।

তিনি নিজের এই বিজয়কে কোনো ব্যক্তিগত জয় নয়, বরং ‘জুলাই প্রজন্ম’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাদিক কায়েম এসব কথা বলেন। তিনি বলেন, এ বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ডাকসুতে ছাত্রশিবিরের একটি গুরুত্বপূর্ণ পদে প্রত্যাবর্তন ঘটল।

সাদিক কায়েম তার বক্তব্যে উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে। এখান থেকেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হবে।’

নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘আপনারা আমাকে যেভাবে দেখেছেন, আমি এখনো সেভাবেই থাকব। ভিপি হওয়ার পর আমার মাঝে কোনো পরিবর্তন আসবে না।’তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের প্রত্যাশা। মতের ভিন্নতা থাকলেও সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই।’

ভিপি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার জানিয়ে সাদিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এসএম ফরহাদ, মহিউদ্দিন খানসহ আমাদের প্যানেলের ওপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করব, ইনশাআল্লাহ। স্বপ্নের যে ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা থামব না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button