প্রথমবারের মতো ইতিহাসে ৪৮ দলের আসরে পরিণত হচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে। বাকি ৪৫ দল নির্ধারণ হচ্ছে বাছাইপর্বের মাধ্যমে।
বাছাইপর্ব শুরু হয়েছিল ২০২৩ সালের ১২ অক্টোবর, এশিয়ার ছোট দলগুলোর ম্যাচ দিয়ে। প্রথম গোল করেন মিয়ানমারের লুইন মো অং, যিনি ম্যাকাওয়ের বিপক্ষে ৫–১ গোলের জয়ে দলকে এগিয়ে নেন।
এখন পর্যন্ত ১৪ দল বিশ্বকাপ নিশ্চিত করেছে:
-
এশিয়া (AFC): জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া
-
ওশেনিয়া (OFC): নিউজিল্যান্ড
-
দক্ষিণ আমেরিকা (CONMEBOL): আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে
-
আফ্রিকা (CAF): মরক্কো



