নেপালে তরুণদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগ করলেও পরিস্থিতি এখনও শান্ত হয়নি। বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এনডিটিভি জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের বাইরে সেনা মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে নেপালের সেনাবাহিনী দেশজুড়ে শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল ভাঙচুর, লুটপাট এবং ব্যক্তিগত হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জাতিকে উদ্দেশ্য করে বলেন, “প্রতিবাদকারী গোষ্ঠীর প্রতি আমরা তাদের কর্মসূচি স্থগিত করে জাতির কল্যাণে শান্তিপূর্ণ সংলাপে অংশগ্রহণ করার আবেদন জানাচ্ছি। বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং ঐতিহাসিক, জাতীয় ও ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে হবে। সাধারণ জনগণ ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।”
সেনাপ্রধান এই সহিংসতায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং উল্লেখ করেন, নেপাল সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য ও জনগণের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিছু গোষ্ঠী কঠিন পরিস্থিতির ‘অযৌক্তিক সুযোগ’ নিচ্ছে এবং সাধারণ জনগণ ও জনসম্পত্তির মারাত্মক ক্ষতি করছে।



