Top Newsঅর্থনীতি

স্বচ্ছ ডাকসু নির্বাচনের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

মোহনা অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দেওয়ার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন— “মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, তার জন্য আপনাকে ও আপনার টিমকে চিরদিন কৃতজ্ঞ থাকবে দেশ।”

গুটিকয়েক মানুষের নেতিবাচক মন্তব্যে কষ্ট না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন— “অনুগ্রহ করে কিছু বিকৃত মস্তিষ্কের কথায় কষ্ট নিবেন না। আপনি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।”

অভ্যুত্থান-পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে সফলভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্যও উপাচার্যের প্রশংসা করেন সারজিস আলম।

পোস্টের শেষে তিনি উপাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button