কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) সকালে তারা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে জামাল ভূঁইয়া-রাকিব হাসানদের। একই ফ্লাইটে দেশে ফিরছেন নেপাল সফর কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
বাফুফে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও সরকারের সম্মিলিত উদ্যোগে দলটির দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।
সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। গতকাল (বুধবার) সন্ধ্যায় ফ্লাইট চালু হলে বাফুফে আজকের মধ্যেই খেলোয়াড়দের দেশে ফেরানোর উদ্যোগ নেয়।
দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তবে ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হলে পরদিনের ম্যাচ বাতিল হয়ে যায়। ৯ সেপ্টেম্বর দেশে ফেরার চেষ্টা করলেও বিমানবন্দর বন্ধ থাকায় তারা হোটেলবন্দী হয়ে পড়েন। এসময় টিম হোটেলের পাশেই জ্বালাও-পোড়াও চলছিল। নিরাপত্তা ঝুঁকি এড়াতে খেলোয়াড়দের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়।
হোটেলে আটকে থাকাকালে সময় কাটাতে জিমেই অনুশীলন চালিয়ে যান ফুটবলাররা। পুরো সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক খোঁজখবর নেয় বাংলাদেশ সরকার ও বাফুফে।



