গণঅভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাকে আটক করা হয়।
ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর গুলশান থানার দায়িত্ব শেষে তিনি সেখানে পরিদর্শক হিসেবে যোগ দেন। এ সময়ে ঢাকায় আদালতে তার বিরুদ্ধে একটি পিটিশন মামলা হয়। পরে মামলার গ্রেপ্তারি পরোয়ানা ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) আবু সাঈদ জানান, আদালতের পাঠানো ওয়ারেন্ট অনুযায়ী আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে পরবর্তী প্রক্রিয়ার জন্য মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে।



