Top Newsশিক্ষা

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

মোহনা অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়।

এদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ভুলের অভিযোগ ওঠে। কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার নিয়ম থাকলেও ব্যালটে নির্দেশনায় কেবল একজনকে ভোট দেওয়ার কথা উল্লেখ ছিল।

এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানান, বিষয়টি তাদের নজরে আসার পর নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদেরও বুঝিয়ে বলা হয়েছে, তারা যেন নিয়ম অনুযায়ী তিনজনকেই ভোট দেন।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button