জাতীয়

তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

মোহনা অনলাইন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে পুনর্নিয়োগ করা হয়েছে। ২০২২ সালে প্রথমবার এই দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইউএনডিপির সঙ্গে কাজ করছেন। নবায়ন হওয়া এই দায়িত্বের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।

আগামী দিনে শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জনসচেতনতা ও জনসমর্থন বৃদ্ধির কাজে যুক্ত থাকবেন। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ উন্নয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।

নতুন দায়িত্ব নিয়ে জয়া আহসান বলেন—
“ইউএনডিপির সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য এখন মাত্র পাঁচ বছর বাকি। এর গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব। আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, সবাই মিলে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব।”

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তার পুনর্নিয়োগকে স্বাগত জানিয়ে বলেন—“জয়া আহসান শুধু একজন খ্যাতনামা শিল্পীই নন, বরং টেকসই সমাজ গড়ে তোলার এক শক্তিশালী প্রতিনিধি। আমরা বিশ্বাস করি, তার কাজ এসডিজির বার্তাকে নাগরিকদের আরও কাছে পৌঁছে দেবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button