জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না দেওয়ার অভিযোগ উঠেছে।
যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আল আমিন জানিয়েছেন, “আমাদের হলে ভোটের সময় কোনো ভোটারের আঙুলে মার্কার দিয়ে দাগ দেওয়া হয়নি। শুধুমাত্র স্বাক্ষর নিয়ে ব্যালট পেপার বিতরণ করা হয়েছে।” হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানান, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কাছে মার্কার সরবরাহ করা হয়নি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলে ভোট দেওয়ার পর আঙুলে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে। সেখানকার ভোটের সুষ্ঠু তদারকি সিসিটিভির মাধ্যমে করা হচ্ছে।
তবে ২১ নম্বর ছাত্র হলে (সাবেক শেখ রাসেল হল) আঙুলে মার্কার ব্যবহার করে ভোটগ্রহণ চলছে। ওই কেন্দ্রে মোট ভোটার ৭৩৫ জন এবং সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ৯২ জন ভোট দিয়েছেন। কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা মোসাব্বের হোসেন বলেন, “মার্কার ব্যবহার সংক্রান্ত কোনো কেন্দ্রীয় নির্দেশনা না থাকলেও শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে সেখানে মার্কার ব্যবহার করা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “সব হলেই ভোট শেষে আঙুলে কালি দেওয়ার নিয়ম আছে। প্রতিটি কেন্দ্রে অমোচনীয় কালি দেওয়ার জন্য দুটি করে কলম রাখা হয়েছে। যেসব হলে কালি দেওয়া হয়নি, সেগুলো নিয়ে আমি খোঁজ নিচ্ছি।”



