Top Newsশিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনে হট্টগোল

মোহনা অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশ করায় তীব্র হট্টগোলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাত্রীরা প্রতিবাদ জানিয়ে তাকে কেন্দ্র থেকে বের করেন, এবং বিশৃঙ্খলার কারণে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ফজিলাতুন্নেসা হলে। সর্বশেষ খবর অনুযায়ী, দুপুর পৌনে ১টা পর্যন্ত হট্টগোল চলছিল।

নির্বাচন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। এবারের নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন, যার মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। ভোটগ্রহণের জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং সমান সংখ্যক সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োগ করা হয়েছে। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button