শেখ রেহানার কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, তার ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসাব পাওয়া গেছে, যা নিয়ে এখন তদন্ত চলছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, টিউলিপ বাংলাদেশে নিজেকে অধিবাসী হিসেবে উল্লেখ করে ট্যাক্স ফাইল খুলেছেন এবং রিটার্ন জমা দিয়েছেন। কিন্তু ব্রিটিশ ট্যাক্স ফাইলে এই তথ্য দেখাননি। ফলে, ব্রিটিশ আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ রয়েছে।
এর আগে ১৩ আগস্ট দুদকের আইনজীবী জানিয়েছিলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে। যদিও টিউলিপ দাবি করেছেন, তিনি বাংলাদেশি নাগরিক নন।
দূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করছে, ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে টিউলিপ ও তার পরিবার বেআইনিভাবে সরকারি প্লট পেয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, টিউলিপের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা যাচাই করা হয়েছে এবং নোটিশ পাঠানো হয়েছে।
টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘সিটি মিনিস্টার’ পদ থেকে পদত্যাগ করেন। তিনি পদত্যাগের সময় দাবি করেছিলেন, সরকার বিরোধীদের দমন করছে এবং তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রভাবিত।



