বিরতির পর চমক দিলেন দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নতুন লুকে হাজির হয়েছেন তিনি বলিউডের আসন্ন ওয়েব সিরিজে। সম্প্রতি সনি লিভ তাদের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-এর টিজার প্রকাশ করেছে, যেখানে শুভকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে।
টিজারে তাকে দেখা গেছে ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুটে নাচের ভঙ্গিতে। এছাড়াও, তিনি সাদা পাঞ্জাবিতেও উপস্থিত হয়েছেন। প্রতিটি লুকে রেট্রো স্টাইলের চুল ও পোশাকের মাধ্যমে ১৯৭০-এর আবহ ফুটে উঠেছে।
সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত গল্পে শুধু শুভই নন, টালিউড ও বলিউডের আরও কিছু পরিচিত মুখও অংশ নিয়েছেন। এর মধ্যে অন্যতম অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো সিরিজের শুটিং হয়েছে রেট্রো সেটে, যা সেই সময়ের আবহকে ক্যামেরায় নিখুঁতভাবে তুলে ধরেছে।



