Top Newsরাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

মোহনা অনলাইন

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। দলটির দাবি, আইনি ও সাংবিধানিক ভিত্তি দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফায় আলোচনা করলেও এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, বিএনপি উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করেছে, যেখানে অন্যান্য দল এ ব্যবস্থাকে সমর্থন করেছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বিএনপি জুলাই সনদকে কেবল রাজনৈতিক সমঝোতা হিসেবে দেখতে চাইছে, যা বিদ্যমান সংবিধান ও আইন কাঠামো পরিবর্তন করবে না। তবে এনসিপি মনে করে, সনদটিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচনে রূপ দেওয়া জরুরি।

কঠোর অবস্থান জানিয়ে এনসিপি নেতারা বলেন, জুলাই সনদকে আইন ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে তারা অনড়। আখতার হোসেন হুঁশিয়ারি দেন, সনদ বাস্তবায়ন না হলে সব অংশীজনকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরিফুল ইসলাম আদীব আশা প্রকাশ করেন, বিএনপি তার অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে অন্যান্য দলের সঙ্গে সমাধান খুঁজবে। তিনি নব্বইয়ের তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ার উদাহরণ টেনে বলেন, সেই ভুলের পুনরাবৃত্তি রোধে জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button