বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসক ও নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের নতুন আসন বিন্যাস বাগেরহাটবাসীর প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দীর্ঘদিন ধরে এখানে চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে, যা স্থানীয় জনগণের সর্বসম্মত দাবি। কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি উপেক্ষা করে চূড়ান্ত গেজেটে চার আসনের পরিবর্তে তিন আসন রেখে সিদ্ধান্ত দিয়েছে। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও জানান, সীমানা পরিবর্তনের এই সিদ্ধান্ত বাগেরহাটের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে চার আসন পুনর্বহাল করে গেজেট সংশোধন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গেল ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকেই এলাকাবাসী আন্দোলন শুরু করে এবং শুনানিতেও অংশ নেয়। তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা সামান্য পরিবর্তন করে চূড়ান্তভাবে তিনটি আসন বহাল রাখে।



