ফরিদপুরের ভাঙ্গায় রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচির প্রধান সমন্বয়কারী, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাধারণ মানুষের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাত থেকেই মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে দুটি সশস্ত্র যান (এপিসি) ও একটি জলকামান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামরিদী ইউনিয়ন পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ওই এলাকার মানুষ কয়েক দিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তৃতীয় দফায় তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন সদ্দিকি মঞ্জি।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, “আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সদ্দিকি মঞ্জিকে গভীর রাতে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, জনগণের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোর থেকে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের অন্তত এক হাজার সদস্য টহল দিচ্ছেন। তিনি বলেন, “প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



