প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয়।রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইউনূস বলেন, “মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই জন্ম নিয়েছে। তাই সেদিকে আমাদের এগোতে হবে এবং সবার জন্য সেই সুযোগ তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমানে মানুষ নানা ধরনের উদ্যোক্তা হয়ে উঠছে, যার বড় অবদান প্রযুক্তি। প্রযুক্তি বিশ্বকে একত্রিত করেছে, তাই এখনই প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর সময়।
প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি মানুষ যেন নিজের সক্ষমতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ পায়, সে দিকেই কাজ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবনে উঠে পিকেএসএফ নতুন যাত্রা শুরু করবে।



