ফরিদপুরের দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন, রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন। তিনি উল্লেখ করেন, এই দুই ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, তা পরিবর্তিত করে অন্য আসনে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকারের নয়; এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের উদ্যোগ। যুক্তি-তর্কের পর কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
উপদেষ্টা বলেন, “যদি এলাকার মানুষ ক্ষুব্ধ হন, তা যথাযথ চ্যানেলের মাধ্যমে জানানো উচিত। তবে জনদূর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই দুটি ইউনিয়নের কারণে লাখ লাখ মানুষ জিম্মি হচ্ছে, যা বরদাশত করা হবে না।”
তিনি আরও জানান, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, পুলিশের প্রশিক্ষণ, ছিনতাই, চুরি-ডাকাতি এবং সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।



