বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “জাতীয় পার্টি ও ১৪ দল হলো এ দেশে ভারতীয় আধিপত্যবাদের অ্যাজেন্ট এবং আওয়ামী লীগের দোসর।”
রবিবার (১৪ সেপ্টেম্বর) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জুলাই সনদের কার্যকর বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
মামুনুল হক বলেন, “এখন আবার এদের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলগুলো রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয়। তাই জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত।”
তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে ও অকার্যকর করা যাবে না। যেকোনো মূল্যে এটি কার্যকর করতে হবে। এটি আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া যায় না। অতীত অভিজ্ঞতা দেখায়, ক্ষমতায় গেলে সবাই প্রতিশ্রুতি ভুলে যায়; ৭২-এর বিশেষ ক্ষমতা আইন তার উদাহরণ। সুতরাং জুলাই সনদ কার্যকর করার জন্য অধ্যাদেশ, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা বা অন্য কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে।”
মাওলানা মামুনুল হক জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, “এককক্ষ সংসদ ব্যবস্থা ক্ষমতার একচেটিয়া আধিপত্য সৃষ্টি করে। এজন্য সংসদে উচ্চকক্ষের প্রয়োজন। জাতীয় ঐকমত্য কমিশনে এ বিষয়ে সব দলই একমত পোষণ করেছে।”



