আইটেম গার্ল চরিত্রটি এবার সিনেমা পর্দা ছাড়িয়ে নেমেছে টিভির মেগা সিরিয়ালে। দীপ্ত টিভির প্রতীক্ষিত সিরিজ ‘খুশবু’-তে আইটেম গার্লের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি-কে।
সিরিজে মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা। এক দৃশ্যে দেখা যাবে, আইটেম গানের শুটিংয়ে অভিনয় করছেন তিতলি। গল্পের মূল কেন্দ্রে রয়েছে গ্রাম থেকে শহরে এসে জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি হওয়া এক তরুণীর জীবন।
সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’-তে মাহি ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। নির্মাতাদের মতে, সিরিজে গার্মেন্টসকর্মীদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালোবাসা ও ঘৃণার গল্প উপস্থাপন করা হবে। পাশাপাশি রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের গল্পও উঠে আসবে।
নাম ভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ থাকছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ-কে।
কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত সিরিজের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ করেছেন মোঃ মারুফ হাসান, এবং লাইন প্রডিউসার হিসেবে আছেন মাসুদ মিয়া।
প্রচার শুরু: ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ ও রাত ১০:৩০ মিনিটে দীপ্ত টিভি এবং তার ডিজিটাল প্ল্যাটফর্মে।



