Top Newsসংবাদ সারাদেশ

সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে তিনদিনের হরতাল শুরু

মোহনা অনলাইন

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে চার আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে তিনদিনের হরতাল কর্মসূচির প্রথম দিন পালিত হচ্ছে। এ সময় দূরপাল্লার পরিবহন ও ট্রাক ছাড়া তিন চাকার যানবাহন এবং মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। তবে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছেন সম্মিলিত সংগ্রাম কমিটির আহ্বায়ক এম.এ. সালাম।

এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এম.এ. সালাম।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন বাতিল করে গাজীপুরে নতুন আসন সৃষ্টির সিদ্ধান্ত নেয়। এ ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে বাগেরহাটের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশন এ বিষয়ে রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে শুনানি করলেও কোনো সমাধান হয়নি। অবশেষে ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে বাগেরহাটে চারটি আসনের পরিবর্তে তিনটি আসন চূড়ান্ত করে ইসি।

এর প্রতিবাদে হরতাল-অবরোধসহ নানা আন্দোলনে নেমেছে বাগেরহাটবাসী। তাদের দাবি, যে কোনো মূল্যে বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে দিতে হবে। আসন ফেরত না পাওয়া পর্যন্ত লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচি চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, এখন বাগেরহাট-১ আসনে থাকবে সদর-চিতলমারী-মোল্লাহাট, বাগেরহাট-২ আসনে ফকিরহাট-রামপাল-মোংলা এবং বাগেরহাট-৩ আসনে কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button