Top Newsআন্তর্জাতিক

গাজায় আরও ৫৩ জন নিহত, দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪২২

মোহনা অনলাইন

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন করে অন্তত ৫৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটিতে ১৬টি ভবন গুঁড়িয়ে দিয়েছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। এছাড়া অবরোধজনিত ক্ষুধা ও অপুষ্টিতে আরও দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রবিবারের হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটিতে মারা যান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

রবিবার গাজার উত্তরাঞ্চলে ভয়াবহ বিমান হামলায় কেঁপে ওঠে রেমাল ও তেল আল-হাওয়া এলাকা। সেখানে অন্তত ৩০টি আবাসিক ভবন ধসে পড়ে এবং বহু মানুষ নিহত হন। স্থানীয় কর্মকর্তারা জানান, নতুন করে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।

খাবার ও পানির সংকট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, আর অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, সংঘাতের মধ্যেই রবিবার ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি নিয়ে আলোচনায় বসবেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button