তুরস্কে বিরোধী দলের ওপর সরকারের দমন–পীড়নের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারার তানদোগান স্কয়ারে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) আয়োজিত বিশাল সমাবেশে অংশ নেন লাখো মানুষ। সেখানে এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সমাবেশে তুর্কি পতাকা ও দলীয় ব্যানার হাতে কয়েক লাখ সমর্থক সরকারবিরোধী স্লোগান দেন। সিএইচপি অভিযোগ করে বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে দলটির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে ‘মিথ্যা দুর্নীতির মামলায়’ গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলু।
দলীয় নেতা ওজগুর ওজেল সমাবেশে বলেন, “এসব মামলা রাজনৈতিক। আমাদের গ্রেফতার নেতারা নির্দোষ।” তবে এরদোয়ান সরকার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তুরস্কের বিচারব্যবস্থা স্বাধীন এবং আইনের শাসন মেনেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে ২০২৩ সালে করা এক মামলার রায় আজ ঘোষণা হওয়ার কথা। রায় যদি কংগ্রেস বাতিল করে, তবে সিএইচপির নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, এতে দলটি বড় ধরনের অভ্যন্তরীণ সংকটে পড়তে পারে।



