বিনোদন

শাকিব খানের মুখে নিজের প্রশংসা শুনে আবেগী কোনাল!

মোহনা অনলাইন

ঢালিউডের মেগাস্টার শাকিব খানের প্রশংসা শুনে আবেগে ভেসেছেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। রোববার (১৪ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবকে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন গায়িকা।

কোনাল লিখেছেন, “অনুষ্ঠান সেটের টিভিতে ভাইয়াকে দেখে এক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। মেলাতে পারছিলাম না, কারণ ভাইয়া তো আমেরিকায়! কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেও পারছিলাম না, কারণ বিস্ময় শেষ পর্যন্ত কাটেনি। অনুষ্ঠান থেকে বের হয়ে পুরো ভিডিওটি ১০০ বারেরও বেশি বার দেখেছি।

ভাইয়া, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। কিন্তু আপনাকে নিয়ে লিখতে বা বলতে পারি কি? বাংলা সিনেমার প্রবাদপ্রতিম আপনি। আপনি এত বড় শিল্পী, আমার মতো ক্ষুদ্র একজনকে নিয়ে না বললেও কোনো সমস্যা হত না। তবু আপনি বলেছেন। আপনি মানুষকে এত ভালোবাসেন, ভাইয়া, তা আমি কল্পনাও করতে পারিনি।

আপনি দোয়া করবেন, আমি যেন আপনার কথামতো কাজ করে যেতে পারি। সত্যিকারের ভালো নাগরিক হয়ে দেশের জন্য কিছু করতে পারি, যেন বাংলাদেশ একদিন আপনার বোনকে নিয়ে গর্ব করে। আপনার সুস্থতা ও সুরক্ষার জন্য দোয়া করি, যেন আল্লাহ পাক আপনার ওপর রহমত বর্ষণ করেন।”

ক্যারিয়ারে শাকিব খানের অসংখ্য সিনেমায় গান গেয়েছেন কোনাল। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিব তাঁকে চমকে দেন।

বেসরকারি টিভি চ্যানেলে অতিথি হিসেবে অংশ নেওয়া কোনালের কাছে উপস্থাপক জানান, তার প্রিয়জনের একটি ভিডিও বার্তা আছে। সেই ভিডিওতে শাকিব বলেন, “কোনালের বিশেষ দিক হলো সে সব ধরনের গান গাইতে পারে। আমার সিনেমায় যেমন আইটেম গান গেয়েছে, তেমনি রোমান্টিক গানও। কোনাল একজন গুণী সংগীতশিল্পী এবং অত্যন্ত মানবিক মানুষ। তার ভালো দিকগুলো আমাকে মুগ্ধ করে। আমি কোনালকে অত্যন্ত স্নেহ করি। আমার গর্বিত বোন বা পরিবারের একজন এত নাম করছে—এটাই সত্যিকারের গর্ব। আমি বিশ্বাস করি, কোনাল যেভাবে তার কাজ দিয়ে দেশকে গর্বিত করছে, একদিন দেশও তাকে নিয়ে গর্ব করবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button