শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এই বিপুলসংখ্যক সদস্য দেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
শনিবার বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিজিবি দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকাগুলোতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সারা দেশে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বিজিবির নিরাপত্তাধীন পূজামণ্ডপগুলোর মধ্যে ১ হাজার ৪১১টি মণ্ডপ সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য অঞ্চলে অবস্থিত। এর মধ্যে পার্বত্য এলাকার ১৫টি মণ্ডপও রয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আরও ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা কাজ করছেন। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং দেশের অন্যান্য জায়গায় ৩১১টি মণ্ডপ রয়েছে।



