জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর পুরান ঢাকার একটি হাসাপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হাসিবুর রহমান জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষ (১২তম ব্যাচ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা।
বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মুরসালিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বলেন, ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে রাতের খাবার থেকে যান ছাত্রদল নেতা হাসিবুর রহমান। পরে সেখানে হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন ফেসবুকের এক পোস্টে লেখেন, চোখের সামনে চলে গেলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু বলার ভাষা নাই। মহান আমাদের ক্ষমা করুন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ফেসবুকের এক পোস্টে লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুক। আমিন।



