Top Newsখেলাধুলা

চমক রেখে দল ঘোষণা করলো আর্জেন্টিনা

মোহনা অনলাইন

চলতি মাসেই যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১৩ অক্টোবর। সে ম্যাচ সামনে রেখে শুক্রবার (৩ অক্টোবর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। অধিনায়ক লিওনেল মেসিও আছেন এই দলে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। এছাড়া দলে জায়গা পেয়েছেন ৩ নতুন মুখ।

দলের প্রধান আকর্ষণ হলো তিন নতুন খেলোয়াড়ের ডাক। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি ২০২২ সালের জুনে জাতীয় দলের একমাত্র ম্যাচ খেলেছিলেন।

বর্তমানে ব্রাজিলের পালমেইরাস ক্লাবে খেলা ২৮ বছর বয়সী মরেনো তার ক্লাব পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রিভার প্লেটে খেলা ২১ বছর বয়সী রিভেরো এবং আর্জেন্টিনার রেসিং ক্লাবে খেলা ২৮ বছর বয়সী ফাকুন্দোও প্রথমবার ডাক পেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button