Top Newsজাতীয়

পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

মোহনা অনলাইন

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কর্মস্থলে যোগ দিতে অনেকেই ইতোমধ্যে শহরে ফিরেছেন। ফলে রাজধানীর টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ।

তবে প্রধান সড়কগুলোতে তেমন যানজট দেখা যায়নি। শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন ও কাকরাইল এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রংপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা কিশোর অধিকারী। তিনি বলেন, “বছরে একটি ঈদ আর পূজাতেই বাড়ি যাওয়া হয়। পূজার সময় আত্মীয়-স্বজন সবাই একত্রিত হয়। গত মঙ্গলবার অফিস শেষে বাড়ি গিয়েছিলাম। আগামীকাল আবার অফিস, তাই আজই ফিরেছি। যাওয়া-আসায় তেমন কষ্ট হয়নি, আনন্দের মধ্যেই পূজা উদযাপন করতে পেরেছি।”

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বোরহান উদ্দিন চাঁদপুর থেকে ফিরেছেন সায়দাবাদ বাস টার্মিনালে। তিনি জানান, “ঈদের মতোই ঢাকা ফিরতি যাত্রীর ভিড় রয়েছে। দুর্ভোগ এড়াতে সকাল সকাল রওনা দিয়েছি। আগামীকাল অফিসে যেতে হবে, তাই আজই ফিরে এসেছি।”

এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে তেমন যানজট দেখা যায়নি। মালিবাগ, শান্তিনগর, কাকরাইল ও পল্টনে ছুটির দিনের মতোই গাড়ির চাপ ছিল তুলনামূলক কম। তবে অটোরিকশার সংখ্যা ছিল বেশি। অন্যদিকে সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button