বিনোদন

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার ইয়াশ

মোহনা অনলাইন

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সিনেমা বা নাটক সবখানেই মুগ্ধ করেছেন দর্শককে। সম্প্রতি অভিনেতার একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমির দিন কপালে সিঁদুর তিলক কেটে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি।

পোস্টের ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘শুভ বিজয়া’।

ইয়াশের ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। এরপর নেটিজেনদের একাংশ পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন এবং বিদ্রুপ ভাষায় নানা মন্তব্যে করেন। কটাক্ষ করেন ধর্ম নিয়ে। যা উঠে আসে আলোচনায়। এসব তির্যক মন্তব্য মোটেও ভালোভাবে নেননি বিনোদন অঙ্গনের তারকারা। তারা জানিয়েছেন প্রতিবাদ।

ইয়াশকে সমর্থন করে এক নেটিজেন লেখেন, ‘ধর্মীয় কারণে কোনো শিল্পীকে আক্রমণ করা দুঃখজনক।’
 
আরেকজন নেটিজেন লেখেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, তা ভেবে কষ্ট লাগে। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’
 
নেটিজেনদের নীচু এমন মানসিকতায় বিরক্ত হয়েছেন তারকারাও। ইয়াশের পাশে দাঁড়িয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন একাধিক তারকারা। 
 
অভিনেত্রী মেহজাবীন লেখেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ, সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’
অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তার পরিচয় ধর্ম বা অঞ্চল দিয়ে নয়, বরং তার শিল্পীসত্তা দিয়েই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।’
অভিনেত্রী মেহের আফরোজ শাওন নিজের ফেসবুক টাইমলাইনে ইয়াশের পোস্টে করা কটাক্ষে ভরা মন্তব্যগুলোর স্ক্রিনশট তুলে ধরে ক্যাপশনে লেখেন, সম্প্রীতির বাংলাদেশ!
প্রসঙ্গত, অভিনেতা ইয়াশ রোহান বিনোদন জগতের সুপরিচিত অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর দ্বিতীয় সন্তান। তিনি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউড পা রাখেন। সিনেমার পাশাপাশি নাটক, মডেলিং, ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button