Top Newsখেলাধুলা

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

মোহনা অনলাইন

নানা নাটকীয়তা, বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি পাঁচ তারকা হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

ক্যাটাগরি-১ এ মোট কাউন্সিলর ৭১ জন। আর এখানে ১০টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন কাউন্সিলর।

ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-১ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। আর এই ১২টি পদের জন্য লড়াই করবেন ১৬ জন কাউন্সিলর।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে আজ সন্ধ্যায়ই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button