ইরানের বিমান বহরে যুক্ত হয়েছে নতুন ১১টি যাত্রীবাহী বিমান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেইন পুরফারজানেহ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
এদিন ১৩টি পরিবহন-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পুরফারজানেহ বলেন, দেশের বিমান বহরে ১১টি নতুন উড়োজাহাজ, একটি হেলিকপ্টার এবং ১৯টিরও কম আসন বিশিষ্ট পাঁচটি বিমান যুক্ত হয়েছে। এই উদ্যোগগুলোর মূল্য ১২৪.৮ মিলিয়ন মার্কিন ডলার এবং এর লক্ষ্য বিমান পরিষেবার মান উন্নত করা এবং দেশব্যাপী পরিবহন সম্প্রসারণ করা।
দেশটির আইনপ্রণেতারা বলছেন, বিমান বিক্রয় এবং খুচরা যন্ত্রাংশের অ্যাক্সেস সীমিত করার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান কয়েক দশক ধরে তার পুরানো বহর আধুনিকীকরণের জন্য লড়াই করে আসছে। দেশীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, এই বছরের শুরুতে, তেল সম্পর্কিত বিনিময় চুক্তির আওতায় ইরান চীন থেকে বেশ কয়েকটি ব্যবহৃত এয়ারবাস এ৩৩০-এর ডেলিভারি নিয়েছিল।



