বিনোদন

আমার সামহাউ সারাক্ষণ প্রেম-প্রেম একটা অনুভূতি কাজ করে!

মোহনা অনলাইন

পরীমনি আর সমালোচনা যেন একে অপরের পরিপূরক। ঢালিউডের এই নায়িকা যা-ই করেন, তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এক দশকের ক্যারিয়ারে নানা গুঞ্জন ও বিতর্ক তাকে ঘিরে থাকলেও, সেসবকে গুরুত্ব দেন না তিনি। অভিনয়ের বাইরে, ব্যক্তিগত জীবন নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাকে সবচেয়ে বেশি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে হাজির হয়ে তাকে ঘিরে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরীমণি। অনুষ্ঠানে পরীমণি নিজের সম্পর্ক, প্রেম এবং অতীত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন।

অনুষ্ঠানে পরীকে প্রশ্ন করা হয় তুমি কি সিঙ্গেল? উত্তরে তিনি বলেন, ‘না।’ পাল্টা প্রশ্ন করে উপস্থাপক তার কাছে জানতে চাইলে পরী বলেন, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

পরীমণিকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি মোট কতবার বিয়ে করেছেন। জবাবে বলেন, ‘একবার।’ সঞ্চালক প্রশ্ন করেন, ‘শরীফুল রাজের কথাই বলছেন?’

পরীমণি বলেন, ‘হ্যাঁ।’ তবে এর পরই হাসির ছলে তিনি বলেন, ‘বাকি যাদের নিয়ে বলা হয়, তারা হয়তো সৎস্বামী! যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। শরীফুল রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’

সম্প্রতি পরীমণির খালাতো ভাই ইসমাইলের সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা হয়, বিশেষ করে ২০২৪ সালের নভেম্বরে ইসমাইলের এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাইল ও পরীমণির একাধিক ছবি ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে এ প্রসঙ্গে সঞ্চালক জানতে চান, ইসমাইল কি তাঁর স্বামী ছিলেন? পরীমণি একটু হেসে বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিলেন।’

পরীমণির বিয়ে নিয়ে নানা গুঞ্জন আছে মিডিয়া পাড়ায়। সঞ্চালক মজা করে জানতে চান, কতবার বিয়ে করতে চান তিনি? উত্তরে পরীমণি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা ছিল। ছোটবেলা থেকে মজা করে বলতাম, এক ডজন বিয়ে করব।’

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button