Top Newsজাতীয়

পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন আজ

মোহনা অনলাইন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাত বার্ষিকীতে উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে এই স্মারক স্থাপনা উদ্বোধন করবেন আবরারের বাবা বরকত উল্লাহ।

আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আট স্তম্ভের স্বপ্নদ্রষ্টা ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

২০২০ সালের ৭ অক্টোবর, আবরারের প্রথম মৃত্যুবার্ষিকীতে একই স্থানে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণের ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেটি ভেঙে ফেলে।

তখন এই উদ্যোগের নেতৃত্ব দেন আখতার হোসেন, যিনি পরে ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। স্মৃতিস্তম্ভে লেখা ছিল, ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’-যা আবরার ফাহাদের প্রিয় উক্তিগুলোর একটি ছিল।

‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’-এর মূল বিষয়গুলো হলো- সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প ও কৃষি রক্ষা, নদী-বন-বন্দর সংরক্ষণ, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।

আখতার হোসেন বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই আবরারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই চেতনা থেকেই আমরা এই স্থাপনাটির নাম দিয়েছি ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। এই আটটি স্তম্ভ আটটি মূল্যবোধের প্রতীক- যা বাস্তবায়িত হলে বাংলাদেশ সত্যিকার অর্থে আগ্রাসনমুক্ত হতে পারবে।”

তিনি সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ডেকে নিয়ে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ঘটনাটি সারা দেশে তীব্র প্রতিবাদের সৃষ্টি করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button