বিনোদন

দুর্ঘটনার কবলে দক্ষিণী অভিনেতা বিজয়

মোহনা অনলাইন

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। শনিবার হায়দরাবাদের পুত্তাপর্থী থেকে ফেরার পথে অন্ধ্রপ্রদেশের জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালি এলাকায় তাঁর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি দ্রুতগতির এসইউভি গাড়ির।

ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় বিজয় নিজের গাড়িতেই ছিলেন। উল্টোদিক থেকে আসা গাড়িটি আচমকাই এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। পরিস্থিতি মারাত্মক হয়ে উঠলেও সৌভাগ্যবশত, বিজয় কিংবা গাড়ির অন্য যাত্রীরা কেউই আহত হননি। উপস্থিত বুদ্ধি খাটিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে যান অভিনেতা, ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

তবে দুর্ঘটনায় বিজয়ের গাড়ির বাঁ দিকের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধাক্কা সামলে উঠেই অভিনেতা তাঁর এক বন্ধুর গাড়িতে করে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করেন।

এদিকে, এই ঘটনার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় বিজয় ও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার গোপন বাগদান নিয়ে গুঞ্জন ছড়ায়। শোনা যায়, হায়দরাবাদে বিজয়ের বাসভবনে নাকি একটি ঘরোয়া বাগদান অনুষ্ঠানও হয়ে গিয়েছে। এমনকি অনেকে দাবি করেছেন, বিজয়ের হাতে রাশমিকার দেওয়া হিরের আংটি দেখা গেছে। যদিও দু’জনের তরফেই আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি।

গুজবের মাঝেই অভিনেতার দুর্ঘটনার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, বিজয় এখন সুস্থ আছেন এবং শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button