বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম এক ভিডিওবার্তায় দাবি করেছেন, সাগরে জাহাজ আটকে তাকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও।
এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যাওয়ার পথে কমপক্ষে দুটি নৌকায় উঠে পড়েছে।
এর আগে, ৫ অক্টোবর রাতে শহিদুলের ফেসবুকে হুবহু একই বক্তব্যসহ একটি বার্তা পোস্ট হয়েছিল। তবে পরদিন তিনি নিজেই জানান, ‘ভয়ের জন্য দুঃখিত। এটি একটি প্রস্তুত স্ক্রিপ্ট ছিল; যদি আমরা ইসরাইলি বাহিনীর দ্বারা আটক হই, তখন প্রচার করার জন্য তৈরি করা হয়েছিল। ভুলবশত সেটি আগেই আপলোড হয়ে গিয়েছিল।’ সে সময় বিষয়টি ‘ভুল বোঝাবুঝি ও আগেভাগে স্ক্রিপ্ট প্রকাশ’ বলে ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি কমান তিনি। তবে আজকের ভিডিও বার্তাটি ইঙ্গিত করে, এবার আর কোনো স্ক্রিপ্ট নয়; আসলেই তাকে আটক করেছে ইসরাইলি বাহিনী।



